2020/08/31

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জাকের পার্টি যুব স্বোচ্ছাসেবক ফ্রন্টের উদ্যোগে পবিত্র আশুরা মোবারক উপলক্ষে পবিত্র আজিমুশান ইসলামিক জলসা অনুষ্ঠিত হয়

SHARE

 


শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের উদ্যোগে পবিত্র আশুরা মোবারক উপলক্ষে পবিত্র আজিমুশান ইসলামিক জলসা অনুষ্ঠিত হয়, জাকের পার্টি  যুব স্বেচ্ছাসেবক  ফ্রন্টের ডামুড্যা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান পাইকের বাড়িতে।


 জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদী ছাহেবের পবিত্র নির্দেশে উপস্থাপন করা পবিত্র আশুরা মোবারকের পবিত্র আজিমুশান ইসলামিক জলসা। 

আশুরা মোবারক  এর মাহফিল পরিচালনা করেন ডামুড্যা উপজেলা জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি ও শরীয়তপুর জেলা জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সহ-সভাপতি মোঃ সোহাগ সরদার। এসময় তিনি বলেন, খেদমতেই রহমত, পবিত্র আশুরা মোবারক উপলক্ষে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের পবিত্র নির্দেশে দেশব্যাপী ঘরে ঘরে সত্য তরিকার এই মহা মিশন দাওয়াত পৌঁছে দিতে হবে। 


উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা জাকের পার্টি যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান পাইক উপস্থিত ছিলেন উপজেলা , -দপ্তর সম্পাদক মোঃ বাদশা মাদবর, ও সহ কোষাধ্যক্ষ মোঃকাউছার মাদবর মোঃ সবুজ ভান্ডারী সহ স্থানীয় ব্যক্তিবর্গ সহ ডামুড্যা উপজেলা জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সর্বস্তরের নেতৃবৃন্দগণ, 

পবিত্র আশুরা মোবারকের আজিমুশান ইসলামিক জলসা শেষে মহামারী করোনাভাইরাস মহাপ্লাবন থেকে রক্ষা পেতে মহান আল্লাহ পাকের দরবারে বিশেষ মুনাজাত করা হয়,

SHARE

Author: verified_user