2020/07/07

গাজীপুর মহানগর ছাত্রফ্রন্টের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

SHARE
Like To Share ZpNews24

গাজীপুর মহানগর জাকের পার্টি ছাত্রফ্রন্টের উদ্যোগে বিশেষ বর্ধিত  সভা ও বৃক্ষরোপন কর্মসূচী"

মাজুখান সরকারী প্রাইমারী স্কুল প্রাঙ্গনে জাকের পার্টি ছাত্রফ্রন্ট,গাজীপুর মহানগরের বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রফ্রন্ট সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এম হাবিবুর রহমান সিদ্দিকী।
কেন্দ্রীয় ছাত্রফ্রন্ট নেতা মো: মিজানুর রহমান মিজান,আজিজ খান ও মারুফ হোসেন উপস্থিত ছিলেন।
মহানগর ছাত্রফ্রন্ট সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান রানা,মহানগর ছাত্রফ্রন্ট সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা অ্যাড.মো:শিব্বির রহমান (বাবু) সহ মহানগরের সকল সম্পাদক ও সদস্য উপস্থিত ছিলেন।
সভার সঞ্চালনা করেন মহানগর ছাত্রফ্রন্ট সাধারণ সম্পাদক অ্যাড জাহিদুল ইসলাম খান সজীব।
সভায় মহানগরের ৫৭ টি ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ ক্যাম্পেইন,জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজ্বাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী মহোদয়ের বাণী লিফলেট আকারে বিতরণ ও বৃক্ষরোপনের কর্মসূচী সর্ব সম্মতিতে গৃহীত হয়।
SHARE

Author: verified_user