শিবপুর উপজেলা জাকের পার্টি যুব ফ্রন্ট উদ্যোগে যুব ফ্রন্টের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
জাকের পার্টি যুব ফ্রন্টের ২৪ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে, নরসিংদী শিবপুর উপজিলায়, বিশ্ব ওলী জামে মসজিদে, আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও তাবারক বিতরনের মাধ্যমে, ধুমধামের সহিত উদযাপন হয়েছে, উপস্হিত ছিলেন, নরসিংদী জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সংগ্রামী সভাপতি,শিবপুরের কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, জননেতা, মোঃ রাজীব হোসেন রাতুল🌹 বিশিষ্ট রাজনিতিবীদ, শিবপুর উপজিলা জাকের পার্টির সম্মানিত সভাপতি, মোঃ আসাদুজ্জামান পাঠান🌹 নরসিংদী জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সংগ্রামী সাধারন সম্পাদক, শিবপুর প্রেস ক্লাবের আহবায়ক, বিশিষ্ট সাংবাদীক, মোঃ আলম খাঁন, মাছিমপুর ইউনিয়ন জাকের পার্টির সম্মানিত সভাপতি, মোঃ আসাদুজ্জামান শেখ, যুব নেতা মোঃ সোহেল রানা, মোঃ কাদির মিয়া, মোঃ আবুল মিয়া, মোঃ হেকিম মিয়া, ছাত্র নেতা মোঃ হৃদয় ভুইয়া এবং জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবিন্দ, শিবপুর উপজিলা জাকের পার্টি যুব ফ্রন্টের সভাপতি, মোঃ আবুবক্কর খাঁনের সঞ্চালনায় ও জাকের পার্টি তালবা ফ্রন্টের অন্যতম সদস্য, মাওলানা মোঃ জামিল শেখের মাধ্যমে দোয়া পরিচালনায় উক্ত অনুষ্টান সমাপ্তি হয়েছে,, শুভেছান্তে🌹 মোঃ রুবেল শেখ🌹 সাবেক সভাপতি, শিবপুর উপজিলা জাকের পার্টি যুব ফ্রন্ট, যুগ্ন সাধারন সম্পাদক, নরসিংদী জেলা জাকের পার্টি যুব ফ্রন্ট।
