2020/07/14

পবিত্র ঈদ-উল-আযহার উপলক্ষে জাকের পার্টি মানিকগঞ্জ জেলায় আলোচনা সভার অনুষ্ঠিত হয়

SHARE

জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদ্বয়ের হুকুমে,বর্তমান সামাজিক পরিস্থিতির দূরত্ব বজায় রেখে,জাকের পার্টি মানিকগঞ্জ জেলার নেতৃবৃন্দের পক্ষ হইতে,গতকাল-১৪/০৭/২০২০ইং-রোজ মঙ্গলবার পার্টির জেলা কার্যালয়ে,পবিত্র ঈদ-উল-আযহার অনুষ্ঠানের আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে জেলা জাকের পার্টির সভাপতি,মোঃআজিজুর রহমান খান,দির্ঘোদিন পরে   নেতৃবৃন্দের সাথে একত্তৃতো হওয়ায়, আল্লাহর দরবারে দয়াল নবীজীর শানে প্রথমে এক খতম মিলাদ শরীফের মাধ্যমে, শুকরিয়া আদাই করেন। আলহামদুলিল্লাহ।আলোচনার মধ্যদিয়ে উপজেলার সভাপতিদের হাতে, পবিত্র ঈদ-উল-আযহার খেদমতের খাতা, জেলা সভাপতি তুলে দেন।পরিশেষে দন্ডায়মান অবস্থায় নূরের নবীজীকে সালাম জানিয়ে,একই সাথে আপন মুর্শিদ বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী কেবলাজান হুজুরের মহা পবিত্র রওজা শরীফ জিয়ারত করে, মনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়। আমিন ছুম্মা আমিন।
SHARE

Author: verified_user