2020/07/23

আজ থেকে পবিত্র যিলহজ্ব মাস শুরু

SHARE

পবিত্র যিলহজ্ব মাস শুরু হয়েছে। আগামী ১লা আগষ্ট পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

পবিত্র যিলহজ্ব মাসের গুরুত্ব ও তাৎপর্য্য ব্যাপক। সে লক্ষ্যে ঈদুল আযহার আগের দিন পর্যন্ত এবাদত বন্দেগীর মধ্য দিয়ে অতিবাহিত করার দারুন সুযোগ সামনে।

রাসুলে পাক (সাঃ) বলেছেন যিলহজ্ব মাসের প্রথম ১০ দিনে নেক আমল করার মতো অধিক প্রিয় আর কোন কোন আমল আল্লাহর কাছে নাই। (সহীহ বোখারী - ৯৬৯)

# জিলহজ্ব মাসের ১ হতে ১০ তারিখ পর্যন্ত বেশি বেশি ইবাদত করা

# বিশেষ করে ৯ যিলহজ্ব অর্থাৎ আরাফার দিন পালন করা খুবই উত্তম। এ প্রসঙ্গে রাসূলে পাক (সা:) ফরমান, ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার বিগত এক বছরের এবং আগামী এক বছরের গুনাহ মাফ করে দেয়া হবে। ( সহীহ মুসলিম -১১৬২)

# ৯ যিলহজ্ব ফজর হতে ১৩ যিলহজ্ব আছর পর্যন্ত প্রত্যেক নামাযের পরে একবার তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব।

তাকবীরে তাশরীক : আল্লাহু  আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু,  আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।

(পুরুষরা উচ্চস্বরে এবং নারীরা মৃদুস্বরে পড়বে)

# ১০ যিলহজ্ব কোরবানি করা। ১০ তারিখ সম্ভব না হলে ১১ ও ১২ যিলহজ্ব কোরবানি করা।

# ঈদের দিন ঈদুল আযহার নামাজ আদায় করা।

# কোরবানির ঈদের দিন ও আইয়্যামে তাশরীকে রোজা না রাখা। অর্থাৎ ১০,১১,১২ ও ১৩  যিলহজ্ব রোজা রাখা হারাম।

মহান আল্লাহতালা মুসলিম জাহানকে রক্ষা করেন।
আমিন।
SHARE

Author: verified_user