2020/07/19

পবিত্র ঈদুল আজহা, ২০২০ ইং প্রস্তুতি উপলক্ষে সিরাজগঞ্জ জেলা জাকের পার্টি কৃষক ফ্রন্টের মিশন সভা অনুষ্ঠিত

SHARE

পবিত্র ঈদুল আজহা, ২০২০ ইং প্রস্তুতি উপলক্ষে সিরাজগঞ্জ  জেলা  জাকের পার্টি কৃষক ফ্রন্ট আয়োজিত  কেন্দ্রীয়  মিশন সভা  সামাজিক দুরুত্ত ও স্বাস্থ্য বিধি মেনে আজ
বাদ আছর   সিরাজগঞ্জ  জেলা জাকের পার্টি কৃষক ফ্রন্ট অফিসে   "মিশন সভা "অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,  জাকের পার্টি কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি  খন্দকার আলাউদ্দিন।  আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জাকের পার্টি কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বকুল।  উপস্থিত সকলে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের যে কোন হুকুম জীবনের বিনিময়ে হলেও পালন করিবে।
SHARE

Author: verified_user