বাংলাদেশ বিশ্বের কাছে যতটা গুরুত্বপূর্ণ, জাকের পার্টিও বাংলাদেশের কাছে ততটা গুরুত্বপূর্ণ - ড. সায়েম আমীর ফয়সল
বাংলাদেশ বিশ্বের কাছে যতটা গুরুত্বপূর্ণ, জাকের পার্টিও বাংলাদেশের কাছে ততটা গুরুত্বপূর্ণ - ড. সায়েম আমীর ফয়সল
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেছেন, বাংলাদেশ বিশ্বের কাছে যতটা গুরুত্বপূর্ণ, তেমনিভাবে জাকের পার্টিও বাংলাদেশের কাছে ততটা গুরুত্বপূর্ণ। ছোট বলে জাকের পার্টিকে অবহেলা করা যাবে না। অহমিকা আগেও দেখেছি। এখনো দেখছি। জাকের পার্টির উপর পা দিয়ে কেউ টিকতে পারে নি। জাকের পার্টি আছে, থাকবে ইনশাআল্লাহ।
গতকাল শুক্রবার বিকেলে বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনাড়ম্বর এক পরিচিতি অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
ড. সায়েম আমীর ফয়সল বলেন, ন্যায় প্রতিষ্ঠার জন্য জাকের পার্টিকে আমরা জাতীয় মঞ্চে নিয়ে যাবো। আমাদের আদর্শ, উদ্দেশ্য ও লক্ষ্য সৃষ্টি, সৃষ্টি এবং সৃষ্টি, কর্মসংস্থান, কর্মসংস্থান এবং কর্মসংস্থান এবং এ সবের পথ বেয়ে জাকের পার্টি, জাকের পার্টি এবং জাকের পার্টি।
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, শুরুটা সব সময়ই কষ্টের। তাই অর্থনৈতিক ভিত রচনায় আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তিনি বলেন, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেব যে কতো মহান এবং সার্বিক সকল বিষয়ে জ্ঞাত তা এখন বুঝা যাচ্ছে।
ড. সায়েম আমীর ফয়সল বলেন, জাকের পার্টিতে আধুনিকায়নও আছে, পরিপূর্ণ ইসলামও আছে। ৯২% মুসলমানের দেশে মাদ্রাসা আছে ৫ লাখ। কাজেই প্রকৃত ইসলামের মানবিক রূপ এদেশে অপরিহার্য। বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) রাষ্ট্র পরিচালনায় যে নীতি নির্ধারণ করে দিয়ে গেছেন, তা বাংলাদেশসহ বিশ্বের দেশে দেশে অনুসরণ করা হবে।
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয়ভাবে আমাদের ব্যাপক মূল্যায়ন রয়ে গেছে। বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেব আমাদের যে ছাতা দিয়ে গেছেন তা যথাযথ ব্যবহার করতে হবে। তিনি বলেন কেউ কারো হক মেরে খেয়ে কোন কিছু অর্জন করতে পারে না। জাতীয় পর্যায়ে আমাদের স্বীকৃতি আছে। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধ হতে হবে, কেননা সব আঙ্গুল একত্র করে এক মুঠ করলে তা কিন্তু কেউ ভাঙ্গতে পারবে না। আপনারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে যান তাহলে আমার বিশ্বাস কেউ আপনাদের আটকিয়ে রাখতে পারবে না।
ড. সায়েম আমীর ফয়সল বলেন, আমাদের কনসেপ্ট পুরোপুরি স্বচ্ছ। যে জিনিস স্বচ্ছ, সে জিনিস কেউ অপবিত্র করতে পারবে না। আমাদের লুকানোর কিছু নেই। মনে রাখতে হবে, অর্থনৈতিক মুক্তি তখনই সম্ভব, যখন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
