2020/07/17

আজ জাকের পার্টি যুব ফ্রন্ট গাজীপুর মহা নগরের নতুন কার্যালয় অফিস উদ্ভোদন

SHARE

মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ :

আজ জাকের পার্টি যুব ফ্রন্ট গাজীপুর মহা নগরের নতুন কার্যালয় অফিস উদ্ভোদন

গাজীপুর মহা নগরের নতুন কার্যালয় অফিস উদ্ভোদন
করা হলো এবং মহা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাকের পার্টি যুব ফ্রন্ট টঙ্গী পূর্ব থানার মিশন সভার  আয়োজন করা হয় উক্ত মিশন সভা ও অফিস উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব ফ্রন্ট এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও গাজীপুর মহা নগর যুব ফ্রন্টের সংগ্রামী সভাপতি জনাব রাজু মৃধা ভাই, জাকের পার্টি যুব ফ্রন্ট গাজীপুর মহা নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ,স্থানীয় জাকের পার্টির নেতৃবৃন্দ,ও জাকের পার্টির সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
SHARE

Author: verified_user