2020/07/10

জাকের পার্টি পূবাইল থানার নতুন সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান

SHARE

মুহাম্মদ শিব্বির রহমান বাবু :

জাকের পার্টি পূবাইল থানার নতুন সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান

গাজীপুর মহানগরের আওতাধীন পূবাইল থানার নতুন  সভাপতি হয়েছেন মোঃমিজানুর রহমান মিজান।
পূবাইল বাজারে অনুষ্ঠিত জরুরী সভায় গাজীপুর মহানগর জাকের পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মজিবর রহমান মোড়ল সাহেব সবার সম্মতিক্রমে পূবাইল থানার নতুন প্রস্তাবিত কমিটির নাম ঘোষণা করেন।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাকের পার্টি মত্সফ্রন্টের সভাপতি সাহেদ,মহানগর ছাত্রফ্রন্টের সিনিয়র সভাপতি আসিদুজ্জামান রানা সহ পূবাইল থানা জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ।
মিজানুর রহমান মিজান পূবাইলের বীর মুক্তিযোদ্ধা জনাব আফসার উদ্দিনের ছেলে।জনাব মিজান ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট গাজীপুর জেলার সাবেক সভাপতি এবং বর্তমানে  জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সহ প্রচার সম্পাদক।জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজ্বাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী মহোদয়ের স্নেহধন্য মিজান সব সময় জাকের পার্টির কর্মসূচীতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।
পূবাইল থানার সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মঞ্জুর হোসেন ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুর রহমান।
 নতুন নেতৃবৃন্দ জাকের পার্টি গাজীপুর মহানগর,পূবাইল থানাকে একটি শক্তিশালী জাকের পার্টির ইউনিট করার অঙ্গিকার ব্যক্ত করেন।
SHARE

Author: verified_user