বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদ দিয়েছেন - ড. সায়েম আমীর ফয়সল
বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদ দিয়েছেন - ড. সায়েম আমীর ফয়সল
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেছেন, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী রাজনৈতিক ও অর্থনৈতিক যে মতবাদ দিয়েছেন তা অসাধারণ। একটি কল্যাণ রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার রূপরেখা তিনি দিয়ে গেছেন। ৩০-৪০ বছর আগে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী তিনি তার নসিহতে এ বিষয়ে লিখে গেছেন।
জাকের পার্টি ছাত্র ফ্রন্টের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বুধবার রাতে বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। ছাত্র ফ্রন্টের বিপুল সংখ্যক নেতা কর্মী অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ড. সায়েম আমীর ফয়সলকে সাথে নিয়ে ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে জাকের পার্টি চেয়ারম্যান সকলকে সাক্ষাত দেন, ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন এবং তাদের কুশলাদির খোঁজও নেন।
অনুষ্ঠানে ড. সায়েম আমীর ফয়সল বলেন, জাকের পার্টির বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে নেমেছে তারা কখনও কল্যাণধর্মী কিছু করতে পারবে না। তারা করতে পারবে ধ্বংস। তারা কখনও গড়তে পারবে না। অতীতে তারা ব্যর্থ হয়েছে, বর্তমানেও হচ্ছে এবং সব সময় তারা ব্যর্থ হবে।
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী মুসা (আঃ) এর সময়কার ক্ষীমার কথা বলেছেন। সেই ক্ষীমার আদলে জাকের পার্টি প্রতিষ্ঠার কথা বলেছেন। সেই জাকের পার্টির ঐতিহাসিক পটভূমি ও শ্রেষ্ঠত্ব যারা বিশ্বাস করে তারাই বিজয়ী হবে। তিনি আরো বলেন, যারা সংগঠন করতে পারে, তাদের যেখানেই ফেলে দেয়া হোক না কেন তারা ঠিকই সংগঠন করতে পারবে। ছাত্র ফ্রন্টের সকলকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, মনে রাখবেন আপনারা একটি জাতীয় মঞ্চে আছেন।
ড. সায়েম আমীর ফয়সল জাকের পার্টির স্বরুপ আলোকপাত করে বলেন, আমাদের পার্টি সেলফ ফিন্যান্সড পার্টি। এটাই ফকিরের পার্টি। বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর পার্টি। তিনি বলেন, কেউ কাউকে ঠকিয়ে বড় হতে পারে না। যারা মিথ্যা বলে অভ্যস্ত তারাই কিন্তু ভয় পায়। কারণ তারা কখন কার কাছে কি বলেছে, তা তাদের মনে রাখতে হয়।
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছাত্রফ্রন্টের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আদর্শের পথ থেকে সরবেন না। টাকা হলে আদর্শের কথা ভুলে যায়। আপনারা আদর্শ ভুলবেন না। মনে রাখবেন, আমরা একসাথে সংগ্রাম শুরু করেছি। একসাথে সংগ্রামের পথে বিজয়ী হবো ইনশাল্লাহ। জাকের পার্টি যদি প্রতিষ্ঠিত হয় তাহলেই আমরা সফল হবো। এটাই আমার টার্গেট। আমি কোন পুরস্কারের লোভে আন্দোলন করছি না।
ড. সায়েম আমীর ফয়সল ছাত্র ফ্রন্টের নেতা কর্মীদের প্রতিদিনের কাজের হিসাব খতিয়ে দেখার আহ্বান জানিয়ে বলেন, আপনারা প্রতিদিন যে যেই কাজ করেন বা যেখানে যান, হিসাব করে দেখবেন সংগঠনের জন্য কতটুকু কাজ করেছেন। তিনি বলেন, সংগঠনের জন্য যে সংস্কার দরকার বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী সে সংস্কার করে দিয়েছেন। পোকা ধরা পাতা ঝরে গেছে।
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, ঈমানী বল যদি থাকে, আমার ব্যক্তি জীবন থেকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। বিশ্বের যে প্রান্তেই যান না কেন বিশ্বওলী আপনাদের উদ্ধার করবেন। তিনি বলেন, বাংলার ঘরে ঘরে সত্যের দাওয়াত যেন পৌঁছে দিতে পারি সে লক্ষ্যে সর্বাত্মকভাবে কাজ করে যেতে হবে। আপনারা যারা এই দুঃসময়ে আমাদের সাথে আছেন তাদের কখনও ভুলবো না।
ড. সায়েম আমীর ফয়সল আরো বলেন, অর্জন যদি করতে হয় ত্যাগের মাধ্যমেই তা করতে হয়। ভোগ বিলাসে নয়। আজ বেকারত্ব সবচাইতে বড় অভিশাপ। এ সংকট নিরসনে উদ্ভাবক ও উদ্যোক্তা বের করতে হবে। এ লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। ঐক্যবদ্ধভাবে এ সমস্যার সমাধানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে আমরা মতবিনিময় করে চলেছি। আমাদের নিজেদের প্রচেষ্টায় নিজের পায়ে দাঁড়াতে হবে।
