2020/06/05

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা মহানগরের নেতৃবৃন্দের সাথে জাকের পার্টি চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

SHARE

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা মহানগরের নেতৃবৃন্দের সাথে জাকের পার্টি চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওতাধীন সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়ন সভাপতি এবং মহানগর নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও সৌজন্য মতবিনিময় করেন। আগারগাঁওস্থ বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) মসজিদ কমপ্লেক্সে সমবেত নেতৃবৃন্দের সাথে বনানী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

করোণা সংকট জনিত লকডাউন পরিস্থিতির প্রেক্ষাপটে অনেকদিন পর প্রাণপ্রিয় নেতাকে কাল রাতে প্রযুক্তির স্ক্রিনে সরাসরি দেখতে পেয়ে নেতৃবৃন্দের মাঝে আলাদা আবেগ-উচ্ছ্বাস তৈরী হয়।

শুভেচ্ছা বিনিময়কালে জাকের পার্টি চেয়ারম্যান দেশে বিদেশে দলীয় সর্বস্তরের নেতা, কর্মী ও সমর্থকদের ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বলেন, শয়তান ও মুমীন এক সাথে থাকতে পারে না। শয়তান, মোনাফেক ও বেঈমানদের উপর আল্লাহর মাইর আছে। আল্লাহ পাক তাদের ধরবেন। এ সময় তিঁনি বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) প্রতিষ্ঠিত জাকের পাটির বিজয়ের কথা আবারো স্মরন করিয়ে দেন।

মোস্তফা আমীর ফয়সল বলেন, আমি যখন যে নির্দেশ দেই, তা আনন্দের সাথে, মহব্বতের সাথে প্রতিপালন করবেন। আপনাদের সকলের জন্য দোয়া করি। বিরাজমান পরিস্থিতিতে আপনারা সাবধানে থাকবেন।

বক্তব্যের শুরুতে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, অনেকদিন পর আপনাদের দেখলাম। আপনারাও আমাকে দেখলেন। আমরা একটা সংসার। আপনাদের দেখতে পেয়ে আমার খুব আনন্দ লাগছে।

এর আগে সন্ধ্যায় নেতৃবৃন্দ একে একে আগারগাঁওয়ে আসতে থাকলে সাবান পানি দিয়ে হাত ধোয়া ও সংক্রমণরোধী স্প্রে করে তাদের কমপ্লেক্স অভ্যন্তরে প্রবেশ করানো হয়। নির্ধারিত সামাজিক দুরত্ব মেনে মুখে মাস্ক এটে নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

SHARE

Author: verified_user