![]() |
ভুল তথ্যের মাধ্যমে প্রচারিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ ।
দেশের সবচেয়ে বেশি বিক্রিত সংবাদ পত্রিকা এমন ভুল সংবাদ অামাদের কে অাশাহত করেছে ।
লক্ষীপুর- ২ অাসনের সাংসদ কাজি শহিদ ইসলাম পাপুল কুয়েতে মানব পাচার কারী হিসাবে অাটক হওয়ার পর দেশের সংবাদ মাধ্যম সহ অাইন শৃঙ্খলা বাহিনী নড়ে চড়ে বসেছে ।
তার ই ধারাবাহিকতায় সাংসদ পাপুল এর সাথে তার উক্ত অপকর্মের সহযোগী অারো অনেকের নাম উঠে অাসছে । তাদের ই একজন রায়পুুর পৌর অাওয়ামীলীগের অাহবায়ক কাজী জামসেদ কবির বাকিবিল্লাহ ।
তাতে অামাদের কোন সমস্যা ছিল না । সমস্যা তৈরী হয়েছে যখন এই বাকিবিল্লাহ এর নামের সাথে জাকের পার্টির নেতা অংশটুকু জুরে দেওয়া হয়েছে ।
সকলের জ্ঞাতার্থে বলছি , কাজি জামসেদ কবির বাকিবিল্লাহ বর্তমানে জাকের পার্টির কেহ নন । কোন জেলা,থানা, এমনকি ওয়ার্ডের একজন কর্মী ও নন ।
কারন,জাকের পার্টির কর্মী হতে হলে ধ্যানে জ্ঞানে পবিত্র হওয়া লাগে । কোন অন্যায় বা যেকান জন হীতকর কর্মের স্থান এই পার্টিতে জায়গা নেই ।
তবে এক সময় জাকের পার্টি করত ।
কিন্তু অাজ থেকে প্রায় চার বছর অাগে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা অামির ফয়সাল মোজাদ্দেদী ছাহেব বাকিবিল্লাহকে জাকের পার্টির সকল কর্মকান্ড থেকে অব্যাহতি প্রদান করেছেন । সবশেষে গত দুই বছর অাগে বাকিবিল্লাহ কে পার্টির সমস্ত পদ পদবি থেকে বহিস্কার করেছেন ।
দুই বছর অাগে বহিস্কৃত কোন নেতার নামের পাশে কেন জাকের পার্টির ট্যাগ লাগানো হল ।
তাই বাংলাদেশ প্রতিদিনের ইচ্ছা/অনিচ্ছাকৃত ভুল সংবাদের জন্য ক্ষমা চেয়ে ব্যাবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা গেল । নতুবা বাংলাদেশ প্রতিদিন এর বিরুদ্ধে অাইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
মো : ইমতিয়াজ হোসেন সনেট
সভাপতি
জাকের পার্টি ছাত্রফ্রন্ট
কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রফ্রন্ট ।

