2020/06/02

বিশ্ব জাকের মঞ্জিল এবং জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলি হযরত দয়াল পীর কেবলাজান হুজুরের সান্নিধ্য লাভের সৌভাগ্য যাদের ঘটে তারা ধন্য কবি শামসুল ইসলাম

SHARE
কবি শামসুল ইসলাম

বিশ্ব জাকের মঞ্জিল এবং জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলি হযরত দয়াল পীর কেবলাজান হুজুরের সান্নিধ্য লাভের সৌভাগ্য যাদের ঘটে তারা ধন্য
কবি শামসুল ইসলাম 

মানব সমাজের আত্মীক উন্নয়ন কিংবা আত্মবিশ্বাসকে সুদৃঢ় করার পথে মহান তাপসকূলের অবদান অবিশ্যিই স্বীকার্য।
বিশ্ব জাকের মঞ্জিলকে দূর থেকে আমার এই প্রকৃতিরই একটি আধ্যাত্নিক চেতনা জাগ্রত করার স্থান হিসেবে প্রতীয়মান হয় । এই আশীর্বাদ উৎস কেন্দ্রের দিকে মানুষের স্বাভাবিক যাত্রা অব্যাহত থাকবে এই তো স্বাভাবিক। বাংলার নদী মেখলা উর্বর পলিমাটির জলহাওয়ার মানুষ চিরদিনই প্রকৃতির বিবিধ প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকে। মানুষের এই বেঁচে থাকার শক্তি যোগার আত্মপ্রত্যয়। আর আত্নপ্রত্যয় পরশমণি হচ্ছে এ রকম আধাত্নবাদ। অতএব বিশ্ব জাকের মঞ্জিলের পীর কেবলাজান হুজুরের সান্নিধ্যে লাভ করার সৌভাগ্য যাদের ঘটে তারা ধন্য।

 সাপ্তাহিক মেঘনা পত্রিকা ০২ ফেব্রুয়ারি ১৯৯২ ইং এর ১৭ নং পৃষ্ঠা থেকে সংগ্রহীত,

SHARE

Author: verified_user