2020/06/07

জাকের পার্টি মৎসজীবি ফ্রন্ট নেতার ইন্তেকালে, সিলেট বিভাগ জাকের পার্টির শোক প্রকাশ।

SHARE

               

জাকের পার্টি মৎসজীবি ফ্রন্ট নেতার ইন্তেকাল। জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের  সিলেট বিভাগের শোক প্রকাশ  ইন্তেকালে

মোঃ ফয়ছল আহমদ মহসিন:  বিশ্বওলীর প্রতিষ্ঠত জাকের পার্টির বীরসৈনিক হবিগঞ্জ জেলা জাকের পার্টি মৎসজীবীফ্রন্টের সভাপতি ও কেন্দ্রীয় পরিষদ এর সম্মানিত কার্যকরী সদস্য জনাব এইচ,এম ছরোয়ার আলম গতকাল রাত ৩.০০ টার সময়,নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
মরহুমের প্রথম জানাজা নামাজ অদ্য সকাল ১১.৩০মিনিট বাহুবল বাজার মসজিদ প্রাংঙ্গনে ও দ্বিতীয় জানাজা বিকাল ২টায় নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে।

হবিগঞ্জ জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক, মোঃজাহাঙ্গীর আলম (ওয়াকার উদ্দিনের বাবা) আমাদের সিলেট বিভাগের প্রবীন জাকের পার্টির সৈনিক,আর আমাদের মাঝে নেই, তাই মরহুমের শোক সন্তপ্ত  পরিবার ও আত্বীয় সজনকে মহান আল্লাহুপাক যেন দয়া করে ধৈয্যধারন করার তৌফিক দেন। আমিন,

মরহুমের মাগফেরাত কামনাঃ জাকের পার্টি ছাত্রফ্রন্ট সিলেট বিভাগ।
SHARE

Author: verified_user