2020/06/30

লঞ্চডুবির ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ এবং জড়িতদের শাস্তি দাবি করেছেন জাকের পার্টি চেয়ারম্যান

SHARE
Like To Share ZpNews24

সদরঘাটে মর্মান্তিক লঞ্চ ডুবি

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দানের দাবি

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সদরঘাটে মর্মান্তিক লঞ্চ ডুবিতে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দানের জোর দাবি জানিয়েছেন।

তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।

জাকের পার্টি চেয়ারম্যান এতগুলো তরতাজা প্রাণ কেড়ে নেয়ার মর্মান্তিক এ দুর্ঘটনায় জড়িত কান্ডজ্ঞানহীন ও নির্দয় দোষীদের দ্রুত যথাযথ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশিচত করার দাবী জানান। একই সাথে নিহতদের পরিবারের পুণর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করারও আহ্বান জানান।

মোস্তফা আমীর ফয়সল ঢাকার ব্যস্ততম সদরঘাট লঞ্চ টার্মিনালসহ দেশের সকল লঞ্চ টার্মিনাল এবং নিরাপদ নৌ পথ নিশ্চিতের অনুকুল ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
SHARE

Author: verified_user