2020/06/23

সিপিএইচডি আয়ুবেদিক লিঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর জরুরি সভা অনুষ্ঠিত হয়

SHARE

সিপি এইচডি আয়ুবেদিক  লিঃ
সিপি এইচডি আয়ুবেদিক লিঃ  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর জরুরি  সভা অনুষ্ঠিত হয় ব্রক সি খিলগাঁও  তালতলা বাজারের সাথে  জাকের পাটি  খিলগাও থানা কাযালযে । 

সভায়  প্রধান অতিথি হিসেবে  উপস্হিত  ছিলেন এবং  বক্তব্য দেন জাকের পাটি খিলগাঁও  থানার সফল  সভাপতি, জাকের পাটি ঢাকা মহানগর  দক্ষিণের যুগ্ন-- সাধারণ সম্পাদক  আলহাজ্ব  এনায়েত  বকস সাহেব।
সভায় সভাপতিত্ব করেন  জাকের পাটি কেন্দ্রীয় কমিটির  উপ--দপ্তর সম্পাদক,  সিপি এইচডি অায়ুবেদিক লিঃ  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর  হেড অব সেলস  হুমায়ূন কবির সাহেব ।
সভায়  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন  এর  অান্চলিক  সন্মকারী যারা   উপস্হিত ছিলেন  এবং বক্তব্য দেন   জোন নং-১ ডেমরা থানার  সুমাইয়া  অাক্তার  ।  জোন নং--৩  যাএাবাড়ী ধানার  ওবায়েদ  মিয়া ।   জোন নং---০৪ শ্যামপুর/গেন্ডারিয়া  থানার  মোঃ অাজিজুল হক।
জোন নং--০৫  ওয়ারী/ বংশাল/শাহবাগ থানাব মোঃ অাব্দুর রহিম ।  জোন নং--০৬ মুগদা থানাব মোঃ কামরুল হাসান ।  জেন নং--০৮  মতিঝিল / শাজাহানপুর/ রমনা থানার শহীদ কাজী  ।
জোন নং--০৯ চকবাজর/ লালবাগ থানার শাম্মী অাল -- হালীম ।  জোন নং--১০  ধানমণ্ডি/ কলাবাগান/ হাজারীবাগ  থানার মোঃ হাবীবুর রহমান৷ ।
সকলের বক্তব্য  এবং মকামত  একটাই 
সিপি এইচডি অায়ুবেদিক লিঃ  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন --এ  সিপি এইচডি অায়ুবেদিক লিঃ  এর সেলস  বৃদ্ধি  করতে হবে ।
SHARE

Author: verified_user