কিশোরগঞ্জের ভৈরবে জাকের পার্টি যুবফ্রন্টের উদ্যোগে ত্রান বিতরন।
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নে জাকের পার্টি যুবফ্রন্ট এর উদ্যোগে
এলাকার অসহায় দুস্থ মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী পোছে দেয়া হয়।
সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ কল্পে এই ত্রান সামগ্রী সবার মাঝে সুষ্টুভাবে বিতরন করা হয়।
ভৈরব উপজেলা যুবফ্রন্ট এর সহ-সভাপতি জনাব আবুল কাশেম এর তত্বাবধানে এসময় যুবফ্রন্ট নেতা ইব্রাহিম,জাফর আলী,সুমন সহ যুবফ্রন্টের নেতাকর্মী উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতা করেন।
