"জনাব মোঃ শাহজাহান তালুকদার সাহেবের পক্ষ
হতে ৩০০ লোকের মাঝে ইফতার কাচ্ছি বিরিয়ানী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, "জনাব
মোঃ কামরুল হোসেন শিবলী সরকার সাহেব", সভাপতি, জাকের পার্টি বরুড়া উপজেলা। "জনাব
মোঃ ইয়াকুব হোসেন", চেয়ারম্যান, জাকের পার্টি, আড্ডা ইউনিয়ন। "মোঃ জাকির হোসেন হৃদয় সরকার" অর্থ সম্পাদক জাকের পার্টি আড্ডা ইউনিয়ন। "জনাব, মোঃ সবুজ হোসেন", সদস্য, জাকের পার্টি, আড্ডা ইউনিয়ন। তরিকতের যাবতীয় সকল নিয়মমাফিক উক্ত, কার্যক্রম সফল ভাবে সুসম্পন্ন হয় ।
