2020/05/25

ঈদের খাবার অসহায়দের মাঝে ভাগাভাগি করলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট কদমতলী থানা

SHARE



ঈদের খাবার অসহায়দের মাঝে ভাগাভাগি করলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট কদমতলী থানা।


আজ পবিত্র ঈদুল ফিতর।ঈদুল ফিতরেরে উৎসব ও আনন্দ গরীব অসহায় মানুষদের  সাথে ভাগাভাগি করতে জাকের পার্টি ছাত্রফ্রন্ট কদমতলী থানা আজ  থানার বিভিন্ন  ওয়ার্ড এ ভালো মানের খাবার বিতরণ করে।থানার নেতাকর্মীদের মাধ্যমে এই খাবার  অসহায়দের মাঝে বিতরণ করা হয়। আজ সকাল থেকে নেতাকর্মীরা পোলাও,গরুর মাংস ও ফিন্নি পেকেটিং করে অক্লান্ত প্ররিশ্রম করে এই খাবার কর্মসূচি সফলতার সাথে বাস্তবায়ন করে।
তারা মোটবাইকে করে সকল ওয়ার্ড এ খাবার পৌছে দেন।


প্রবাসী ছাত্রনেতা মো:নাসির উদ্দিনের আর্থিক সহায়তায়  কদমতলী থানা ছাত্রফ্রন্টের সভাপতি মো: জাহাঙ্গীর  আলম ও সাধারন সম্পাদক  এস এম  শুভ হাসানের অক্লান্ত প্ররিশ্রম ও উদ্যোগে এই মানবিক কাজে থানা ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক  জেড এইচ রনি,যুগ্ন সাধারন সম্পাদক রিপন আহমেদ, ৬১নং ওয়ার্ড  সভাপতি  আমজাদ হোসেন জয়,সাধারন সম্পাদক মেহেদী হাসান,৬০নং ওয়ার্ড সভাপতি হান্নান, ৫৮নং ওয়ার্ড সভাপতি রাকিব হোসেন,রবি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতা করে এই মহান উদ্যোগ বাস্তবায়ন করেছেন।
SHARE

Author: verified_user