মোঃ ইউসুফ আলী :
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের পবিত্র নির্দেশে,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী, সাস্থ্যবিধী মেনে জয়পুরহাট জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের উদ্যেগে ঈদ উল ফিতরের মহা জামাত অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে ইমামতি করেন জাকের পার্টি ওলামা ফ্রন্টের রাজশাহী বিভাগীয় সম্মানিত সভাপতি মাওলানা আবুল কাশেম জিহাদী। নামাজের পূর্বে জয়পুরহাট জেলার সম্মানিত জাকের পার্টির সভাপতি জনাব সিরাজুল ইসলাম ফৌজদার বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর নসিয়ত থেকে জাকের পার্টির চেয়ারম্যান সাহেবের বর্তমান প্রেক্ষাপট এর ভবিষ্যৎ বাণী এর উপরে বক্তব্য প্রদান করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার জাকের পার্টির সাধারণ সম্পাদক এস এম মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক মতিবুল ভাই। সত্য মহান আমাদের নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সম্মানিত সভাপতি জনাব মোঃ ইউসুফ আলী ও বগুড়া সাংগঠনিক বিভাগের সম্মানিত সভাপতি জনাব আবু শরীফ জাকের পার্টি ছাত্র ফ্রন্ট। জাকের পার্টির ব্যানার নিজ মসজিদে এলাকার জাকের ভাই ও এলাকাবাসী ও জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সদর থানার সভাপতি মোঃ ফরিদ হোসেন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের ছাত্র ফ্রন্টের নেতা কর্মীকে নিয়ে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরী(কুঃ ছেঃ আঃ) ছাহেবের রওজা জিয়ারতের মাধ্যমে ঈদুল ফিতরের মহা জামাত সম্পন্ন করা হয় মোনাজাতে দেশের সার্বিক পরিস্থিতি করোনা ভাইরাস থেকে মুক্তি ও দেশ-জাতির জন্য দোয়া করা হয় ও সমস্ত নবী রাসুল আউলিয়া কেরাম সহ তামাম পৃথিবীর মমিন মমিন নাথ রুহের মাগফেরাত এ দোয়া করা হয় উক্ত নামাজ শেষে ২ শত পরিবারের মাঝে উন্নত মানের খাবার গরুর গোস আতপ চালের বিরিয়ানি বিতরণ করা হয় এবং উপস্থিত মেহমানদেরকে সেখানে মেহমানদারী করা হয়। পবিত্র রমজানের একমাস যাবত মানবতা সেবা অসহায় দুস্থ দুই শত পরিবারের মাঝে ইফতার বিতরণ করে আজ ঈদের দিন উন্নত মানের খাবার একই খাবার সকলকে নিয়ে খাবার মধ্য দিয়ে অনুষ্ঠান কার্যক্রম সমাপ্ত করা হয় ।
জয়পুরহাট জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সম্মানিত সভাপতি জনাব মোঃ ইউসুফ আলী জানান যে,
বিশেষ দ্রষ্টব্য জয়পুরহাট জেলায় দীর্ঘ একমাস জাকের পার্টি ছাত্র ফ্রন্ট মানবতার কল্যাণে দুই শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে দেশের সার্বিক পরিস্থিতি লকডাউন পরিস্থিতির কারণে বর্তমান বোরো ধান কাটা মাড়াই করে প্রত্যেকটা অসহায় পরিবার দুই তিন মাসের খাবার তাদের বাসায় মজুদ করেছে যার কারণে তাদের পরামর্শ ক্রমে মানবতার কল্যাণে প্রতিদিন রাতের খাবার ২০০ পরিবারে যেটা দেওয়া হতো সেটা সাময়িকের জন্য স্থগিত করা হয়েছে সময়ের প্রয়োজনে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট মানবতার কল্যাণে পাশে আছে পাশে ছিল পাশে থাকবে।

