অপু সরোয়ার :
ঠাকুরগাঁওয়ে ঈদের দিনে দরিদ্র মানুষের হাতে খাবার তুলে দিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট।
ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। সমাজে প্রচলিত এই শব্দের সাথে ঈদের এই আনন্দ এবং খুশিটাকে সবার মাঝে ভাগাভাগি করার জন্য ঠাকুরগাঁওয়ে ব্যাপক আকারে ঈদ উপহার তুলে দেন, জাকের পার্টি ছাত্রফ্রন্ট।
ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পয়েন্টে রোড রেলস্টেশন, বাসস্ট্যান্ড, ডিসি বস্তি, পৌরশাখার ওয়ার্ড প্রতিনিধিগণ নিজ নিজ এলাকায় এবং সদর থানার প্রতিটি ইউনিয়নে
জাকের পার্টি চেয়ারম্যান স্যার এর পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেন।
২০১৮ সালের ঠাকুরগাঁও জেলা জাকের পার্টির এমপি ক্যান্ডীডেট জননেতা আল-মামুন বলেন, আমরা শতভাগ চেষ্টা করেছি ঈদের দিনে গরীব-অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। আমরা প্রতিবছরে এ চেষ্টা অব্যাহত রাখবো। তিনি আরো বলেন, এই দূর্দিনের সময় ঈদ ছাড়াও আমরা সবার পাশে থাকবো এবং তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।

