জয়পুরহাট জেলায় মাসব্যাপী ইফতার কার্যক্রম আজ সমাপ্ত করলো জেলা ছাত্রফ্রন্ট।
জয়পুরহাট জেলায় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব ও সিপিএইচডি র সি ই ও ডক্টর সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে জয়পুরহাট জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ও সিপিএইচডি কর্মীদের উদ্যোগে প্রায় দুই শত পরিবারের মাঝে ইফতার বিতরণী কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এই কার্যক্রম আজ পহেলা রমজান থেকে চলমান সংকট চলাকালীন সময় পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এবং মানুষের স্বাস্থ্যবিধির কথা বিবেচনায় রেখে পুষ্টিকর ও উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। উক্ত কর্মসূচির প্রধান হিসেবে বগুড়া সাংগঠনিক বিভাগের সম্মানিত সভাপতি জনাব আবু শরীফ ভাই নেতৃত্ব প্রদান করবেন। এছাড়াও জয়পুরহাট জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্ট এর সম্মানিত সভাপতি জনাব মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জনাব মোঃ হারুনুর রশিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হুসাইন সাগর, মোঃ ফারুক হোসেন, সদর থানার সভাপতি জনাব মোঃ ফরিদ হোসেন, ক্ষেতলাল থানা সভাপতি শাহরিয়ার আলম ফিরোজ সিপিএইচডি, আক্কেলপুর থানার সভাপতি মোহাম্মদ সোহেল রানা সহ জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ও সিপিএইচডির ৪০ জন সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে সার্বিক সহযোগিতার নিমিত্তে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
