চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির ১০ টির ও বেশি ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
মোঃ তানজিদ আহমেদ রনি :
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের হুকুমে, সামাজিক দূরত্ব বজায় রেখে, চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল লতিফ খান যুবরাজ এর মাধ্যমে চুয়াডাঙ্গায় জেলায় ১০ টির ও বেশি মহা পবিত্র ঈদ উল ফিতরের মহা জামাত ও বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী ( কুঃ ছেঃ আঃ )ছাহেবের - পবিত্র রওজা শরীফ যিয়ারত ও করোনা ভাইরাস নামক মহামারী থেকে মুক্তির জন্য বিশ্বের মুসলিম উম্মাহর সকলের জন্য পাক কালাম ফাতেহা শরীফ পড়ে, জাকের পার্টির নেতাকর্মীদের কে নিয়ে, সর্বোচ্চ নিরাপত্তা ও সামাজিক দুরুত্ত বজায় রেখে, দোয়া এবং মুনাজাত করা হয় ও দোয়া শেষে উক্ত ঈদ জামাতের তোবারক খাওয়ানোর মধ্য দিয়ে সমাপ্তি করা হয়।
