এই শ্লোগানকে ধারন করে পবিত্র ঈদ-উল ফিতরে করোনা দুর্গত অসহায় মানুষেদের মুখে একফোটা হাসি ফোটানোর জন্য ও তাদেরই একজন হয়ে সহোযোগিতার প্রসারিত হাত বাড়িয়ে পাশে দাড়িয়েছে
এস এস সি ২০০২ ব্যাচ, জাজিরা, শরীয়তপুর ।এই ব্যাচের অসামান্য মহতী উদ্যোগ ঈদ উপহার-২০২০ আজ সফলভাবে পরিচালনা করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে তাদের একজন সদস্য জানান- কোনো রকম প্রচারণার অসুস্থ মানসিকতা ছাড়াই নিজস্ব অর্থায়নে ৬০০ পরিবার তথা প্রায় ৩০০০ মানুষের এক সপ্তাহের খাবার প্রদান কার্যক্রম নিঃসন্দেহে অনন্য এক দৃষ্টান্ত। গতকালের উক্ত আয়োজনে ছিল না লোক দেখানো ছবি তোলার মহরত, ছিল না বন্টনে বিশিষ্ট লোককে সাথে রেখে কোনো লেজুড়বৃত্তি। শুধুই দরিদ্র মানুষের কষ্টকে সামান্য লাঘব করতে পারার বৃহৎ মানসিকতাই ছিল প্রত্যেকের একমাত্র ব্রত। তাই তো আমরা গ্রহিতাদের কোনো জমায়েত ছাড়াই আমাদের সাহায্য উপকরণ নিজ নিজ দায়িত্বে প্রত্যেক গ্রহিতার বাড়িতে পৌছে দিয়েছি।
এই উদ্যোগকে সফল করার জন্য দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল বন্ধুদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা বিশেষ ভাবে কৃতার্থ করেছে আমাদের। সেই সাথে করোনা ও আম্ফান দুর্যোগকে তোয়াক্কা না করেই উপহার বন্টন ও বিতরণ ও সামগ্রিক কার্যক্রম সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য যে সমস্ত বন্ধুরা নিরলস কাজ করে গেছে তাদের প্রতি রইলো নিরন্তর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। মহান আল্লাহ্ পাক আমাদের সকলের সাহায্য সহযোগিতা কবুল করুক।
আমাদের কন্ঠেই শুরু হোক মানবতার জয়গান। এস এস সি ব্যাচ ২০০২, জাজিরা, শরীয়তপুর তাদের মানবতার অগ্রযাত্রায় সফল হোক।

