2020/05/25

মৌলভীবাজার জেলা জাকের পার্টির কার্যালয় ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত

SHARE
                            

মোঃ ফয়ছল আহমদ মহসিন:

জাকের পার্টির মহামান্য  চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব এর হুকুমে
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী, সাস্থ্যবিধী মেনে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্দ্যোগে মৌলভীবাজার জেলায়,ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়  জাকের পার্টির কার্যালয় শ্রীমঙ্গল, মৌলভীবাজার জেলায় নসিহত শরীফপাঠ করেন, জাকেরপার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সদস্য
মোঃ ফয়ছল আহমদ মহসিন,সদস্য সচিব,
জাকেরপার্টি ছাত্রফ্রন্ট সিলেট বিভাগ।
ইমামতি করেন,হাফেজ মাওঃজলফু আহমদ
উপস্থিত ছিলেন, জনাব মোঃ আব্দুল কাইয়ূম, সভাপতি জাকেরপার্টি শ্রীমঙ্গল উপজেলা ও জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট মৌলভীবাজার জেলার সভাপতি জনাব ফেরদৌস আলম সুমন, ও সাধারন সম্পাদক মোঃ মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক,মোঃ সুমন মিয়া,মোঃ সাদিক মিয়া সহ সভাপতি শ্রীমঙ্গল যুব সেচ্ছা সেবক ফ্রন্ট,এবং
পৌরসভার সভাপতি   মোঃশাহজান মিয়া,মোঃছয়ফুল মিয়া, এবং আরো উপস্থিত ছিলেন মোঃফয়ছল আহমদ মহসিন সদস্য সচিব জাকেরপার্টি ছাত্রফ্রন্ট সিলেট বিভাগ ও মোঃকাওছার চৌধুরী  সভাপতি জাকেরপার্টি ছাত্রফ্রন্ট ও সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মাছুম,শ্রীমঙ্গল থানার সদস্য বৃন্দ।

অহসায় ধর্মপ্রান মানুষের মাঝে খাবার বিতরন করেন।

SHARE

Author: verified_user