জাকের পার্টি শিবচর উপজেলা কার্যালয় ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় ।
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুমে সরকারি নির্দেশনা মেনে শিবচর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের জামাত ও বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী ( কুঃ ছেঃ আঃ )ছাহেবের - পবিত্র রওজা শরীফ যিয়ারত ও করোনা ভাইরাস নামক মহামারী থেকে মুক্তির জন্য বিশ্বের মুসলিম উম্মাহর সকলের জন্য পাক কালাম ফাতেহা শরীফ পড়ে, জাকের পার্টির নেতাকর্মীদের কে নিয়ে, সর্বোচ্চ নিরাপত্তা ও সামাজিক দুরুত্ত বজায় রেখে, দোয়া এবং মুনাজাত করা হয় ও দোয়া শেষে তবারক দেয়া হয় । উক্ত জামাতে উপস্থিত ছিলেন জাকের পার্টি শিবচর উপজেলার সভাপতি বীরমুক্তি যোদ্ধা মোঃ শাহ্ নেওয়াজ ( তোতা) ,
সাধারন সম্পাদক মোঃ বাদল খলিফা,জাকের পার্টির শিবচর উপজেলার দপ্তর সম্পাদক মোঃ নাহিদ হাসান, জাকের পার্টি শিবচর উপজেলা কৃষক ফ্রন্টের সভাপতি মোঃ হাবিব হাওলাদার, ও শিবচর উপজেলা জাকের পার্টি অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
