2020/05/04

৫০০ হত দরিদ্র পরিবারের মাঝে সহযোগিতার হাত বারিয়ে দিলেন, একাদশ, জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১৭ আসনের জাকের পার্টির প্রার্থী

SHARE



গত ২রা মে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে দ্বিতীয় পর্যায়ে মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ পরিবারের মধ্যে বনানী থানার করাইল বস্তি এবং ভাষানটেক থানার অন্তগ'ত ভাষানটেক বস্তিবাসীদের জন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে চাল, ডাল, ভোজ্যতেল, আলু, সাবানসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার স্বরূপ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে কড়াইল, ভাষানটেক ও সাত তলা বস্তির অসহায় ও দুস্থ ৫০০ পরিবারকে সহযোগিতা করার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১৭ আসনের জাকের পার্টির প্রার্থী ও জাকের পার্টি ঢাকা মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক ও জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি আলহাজ্ব কাজী রাশিদুল হাসান রাশেদ-এর সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন জাকের পার্টির বনানী ও ভাষানটেক থানার মূলদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সরকারী নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ উপহার সামগ্রী বিতরণ করার জন্য বনানী ও ভাষানটেক  থানার নেতা কমীদের  নিকট হস্তান্তর করা হয়।
এ সময় কাজী রাসেদ বলেন, জাকের পার্টি বিগত সকল দূর্যোগ ও মহামারীতে সাধারন জনগনের মাঝে সার্বিক সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলী খাজাবাবা শাহ্সূফী ফরিদপুরী(কুঃছেঃআঃ) কেবলাজানের আদর্শে আদর্শিত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে জাকের পার্টির সকল নেতাকর্মী সাধারণ গণমানুষের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, জাকের পার্টি করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ দুস্থ পরিবারের মাঝে শুরু থেকে কড়াইল, ভাষানটেক বস্তি সহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় রান্না করা খাবারসহ বিভিন্ন সামগ্রী বিতরন করে আসছে যা দেশব্যাপী চলছে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব সকল নেতাকর্মীদের দুস্থ এবং অসহায় পরিবারকে সাহায্য সহযোগিতা করার নির্দেশ প্রদান করেছেন।
SHARE

Author: verified_user