2020/05/05

জাকের পার্টি ছাত্রফ্রন্ট খিলগাঁও থানার উদ্যোগে রমজান মাস ব্যাপি ইফতার বিতরন।

SHARE


রাজধানী ঢাকার খিলগাঁও থানা জাকের পার্টি ছাত্রফ্রন্টের উদ্যোগে রমজান মাসব্যাপী ইফতার বিতরন কার্যক্রম চলছে।প্রতিদিন পেকেটে করে খিচুরি ও ডিম,খেজুর পেকেটিং করে ইফতার হিসেবে খিলগাঁও তালতলা এলাকার বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে বিতরন করা হয়।প্রতিদিন থানার বিভিন্ন ওয়ার্ড এ  প্রায়  ৪০০ পেকেট ইফতার বিতরন ককরা হয়।এর আগে করোনা ভাইরাস দেশে আক্রমনের পর থেকেই কয়েকদফায় ত্রান বিতরন করা হয়।

জাকের পার্টি খিলগাঁও থানার সম্মানিত সভাপতি জনাব এনায়েত বক্স ও মহানগরের সহ-সভাপতি জনাব ইমাম বক্স এর সহযোগীতায় ও থানা ছাত্রফ্রন্টের   সভাপতি জহিরুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সাধারন  সম্পাদক জনাব নাজমুল হাসানের সঞ্চালনায়  এসময় উপস্থিত ছিলেন মাছুম,ইকবাল,মাদী,শহীদুল,আবির,মামুন,রাজীব,জাকির,বাবু,এবং থানা ছাত্রফ্রন্টের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
SHARE

Author: verified_user