2020/05/24

নরসিংদী -৩ শিবপুর, সংসদীয় আসনের সকল সর্বস্তরের জনগন কে পবিত্র ঈদুল ফিতরে শুভেচ্ছা জানিয়েছেন, জনাব মোঃ রাজীব হোসেন রাতুল

SHARE
শেয়ার করুন

মোঃ রুবেল শেখ :
নরসিংদী -৩ শিবপুর, সংসদীয় আসনের সকল সর্বস্তরের জনগন কে, পবিত্র  ঈদুল ফিতরে শুভেচ্ছা জানিয়েছেন, জনাব মোঃ রাজীব হোসেন রাতুল

নরসিংদী -৩ শিবপুর সংসদীয় আসনে, জাকের পার্টির মনোনীত, সাবেক সংসদ সদস্য প্রার্থী,নরসিংদী জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, কেমব্রিজ মডেল স্কুলের প্রতিষ্টাতা ও অধ্যক্ষ, মোঃ রাজীব হোসেন রাতুল, নরসিংদী জেলা বিশেষ করে, শিবপুর উপজিলার  সকল জনগনকে, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। এক বাণীতে জাকের পার্টি যুব ফ্রন্টের জেলা সভাপতি  বলেন, এক মাসের সিয়াম সাধনা শেষে অবারিত আনন্দ, খুশী ও মহাসাম্যের সওগাত নিয়ে সমাগত পবিত্র ঈদুল ফিতর, ঈদ ধনী, গরীব নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলিয়ে সকলকে এক কাতারে শামিল হওয়ার সুযোগ এনে দেয়।

মোঃ রাজীব হোসেন রাতুল আশা প্রকাশ করেন, এক মাসের সিয়াম সাধনালব্ধ শিক্ষা নিজ নিজ জীবনে প্রতিফলিত করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে শান্তি ও কল্যাণমুখী জীবন সংস্কৃতি প্রতিষ্ঠায় উজ্জীবিত হবেন সকলে, এবং করোনা ভাইরাস কে লক্ষ করে, সরকারী সকল নিয়ম নিতী মেনে  চলার অনুরুধ করেছেন।
SHARE

Author: verified_user