আত্ম মানবতার সেবা করা জাকের পার্টির একটি অন্যতম বৈশিষ্ট্য। দেশ ও জাতির এই প্রতিকূল মুহূর্তে থেমে নেই জাকের পার্টি । যখন দেশের একশ্রেণীর মানুষ সরকারের ত্রাণ সামগ্রী চুরি করা নিয়ে ব্যস্ত তখন জাকের পার্টির কর্মীরা তাদের নিজের কষ্টলব্দ অর্থ দিয়ে দেশের মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। দেশের বিভিন্ন অঞ্চলে আত্ম মানবতার সেবায় নিয়োজিত জাকের পার্টি ও অন্যতম সহযোগীতায় জাকের পার্টি ছাত্রফ্রন্ট। তারই ধারাবাহিকতায় খিলগাঁও থানা ছাত্রফ্রন্ট প্রতিদিন মানুষের মাঝে ইফতার খাদ্য বিতরন করছে।
( জাকের পার্টি খিলগাঁও থানা প্রতিদিনের চলমান প্রক্রিয়া।।)
