নরসিংদী থেকে আলম খান : বাংলাদেশে যত জন করোনা যোদ্ধা রয়েছে, তার মধ্যে নুরুল ইসলাম সাহেব অন্যতম, তিনি বাংলাদেশের একজন গর্ব। আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের স্ক্যানারের দ্বায়িত্ব পালন করে আসছেন,নরসিংদী জেলা শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য পরিদর্শক দায়িত্ব আছেন। তিনি শিবপুরে যোগদান করার উপজেলা সব চায়ের দোকানে গরম পানি দিয়ে কাপ ধুয়ার পরিবেশ তৈরি করেন যা এখন ও দেখতে পাওয়া যায়। কাজ করেছেন নিরাপদ খাদ্য Food Security উপরে।
আমরা শিবপুরবাসী সকলে দোয়া করি, মহান মালিক দয়া করে সুস্থ রাখুন সব সময়। আমিন।
পোস্টটি সারা বাংলাদেশে সাংবাদিক বন্ধুদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো।