2020/05/19

নীলফামারী জেলা জাকের পার্টির কৃষক ফ্রন্টের ত্রান বিতরন

SHARE



Like To Share ZpNews24


নীলফামারী জেলা জাকের পার্টির কৃষক ফ্রন্টের ত্রান বিতরন। 
সারা দেশের আর্থিক অবস্থা যখন ভঙ্গুর।তখন দেশের খেটে খাওয়া মানুষের দু:খের অন্ত নাই।এসময় অনাহারে অধিহারে মানুষ বেচে আছে। মানুষের বাহিরে বের হওয়ার সুযোগ না  থাকায় কাজকর্ম করতে পারছে না।এমতাবস্থায় গরীব দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে জাকের পার্টি কৃষক ফ্রন্ট । তারই ধারাবাহিকতায় নীলফামারী জেলা জাকের পার্টি জেলার বিভিন্ন উপজেলায় ত্রান বিতরন করা হচ্ছে।
জেলা জাকের পার্টির কৃষক ফ্রন্টের সভাপতি জনাব মো: মনসুর আলী ফকির সাহেবের নেত্বত্বে ও সকল নেতাকর্মীদের সহায়তায় জাকের পার্টি কৃষক ফ্রন্টের প্রতিদিন বিভিন্ন স্থানে ত্রান পরিচালনা অব্যাহত রেখেছে।

এসময় জেলার বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদক সহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
SHARE

Author: verified_user