2020/05/28

জনসাধারনের সুবিধার্থে ভাঙা রাস্তার মেরামত করলো জাকের পার্টির বালকফ্রন্ট

SHARE

একদিকে ঘূর্নিঝড় আমফান যেমন দেশের বিভিন জেলা লন্ডভন্ড করে গেল অন্যদিকে এখন প্রতিদিন প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে।এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। পানি জমে আছে বিভিন্ন রাস্তাঘাটে।এতে ভেঙ্গে  পড়েছে অনেক রাস্তার পাড়।
এমনই এক সময় সাধারন মানুষের চলাচলের সুবিধার্থে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাকের পার্টি বালকফ্রন্ট এর নেতা ও সিপিএইচডির সদস্য একত্রে রাস্তার বাধ ও রাস্তার ভাঙা অংশ মেরামত করে
দিচ্ছে।তারা এলাকার যানবাহন ও জনসাধারনের চলাচলের সুবিধার জন্য এই ভাঙা রাস্তা ঠিক করে দিচ্ছে।যাতে কোন ধরনের এক্সিডেন্ট না ঘটে।তাদের এমন মানবিক কাজে এলাকার জনগন তাদের বাহবা প্রদান করছে।সিপিএইচডির পীরগঞ্জ উপজেলার সদস্য মো:রাকিবুজ্জামান ঈদু ও জাকের পার্টি বালক ফ্রন্ট এর সদস্য মো:জুবায়ের হোসেন এই মহান কাজে অংশগ্রহণ করেন।

SHARE

Author: verified_user