2020/05/13

কিশোরগঞ্জ দক্ষিন জেলা জাকের পার্টি ও অঙ্গ সংগঠন এর পক্ষ থেকে ত্রাণ বিতরন

SHARE

Like To Share
কিশোরগঞ্জ দক্ষিন জেলার জাকের পার্টি ও অঙ্গ সংগঠন এর পক্ষ থেকে ত্রাণ বিতরন।

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর, বাজিতপুর, কটিয়াদি, নিকলী ও ভৈরব উপজেলায় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের পক্ষ হইতে  ত্রান বিতরন করা হয়।আজ প্রায় ২৮০ জন্  অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয় । প্রত্যেক উপজেলা জাকের পার্টির সভাপতিদ্বয়ের নেত্বত্বে   তাদের নিজ নিজ উপজেলার বিভিন্ন ইউনিয়নের  বাসিন্দাদের  মাঝে ত্রান সসামগ্রী প্রেরন করা হয়। কিশোরগঞ্জ দক্ষিন জেলা জাকের পার্টি  উদ্যোগে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সামাজিক দুরত্ব ও লকডাউনবিধি অনুসরন করে বাড়ী বাড়ী যেয়ে ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হয় ।

ঐ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নান্নু, সাংগঠনিক সম্পাদক আঃ হাকিম ও  সকল উপজেলার সভাপতিবৃন্দ,যুব ফ্রন্টের যুগ্ম  সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসাইন সহ বিভিন্ন সহযোগি সংগঠনের  নেতাকর্মীবৃন্দ।
SHARE

Author: verified_user