2020/05/01

জা‌কের পা‌র্টি ছাত্রফ্রন্ট কু‌মিল্লা দ‌ক্ষিন জেলার উ‌দ্যো‌গে ছিন্নমূল মানু‌ষের মা‌ঝে ইফতার বিতরন

SHARE
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব এর হুকুমে এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, ও জা‌কের পা‌র্টি  ছাত্রফ্রন্ট এর সভাপ‌তি ড. সা‌য়েম আমির ফয়সাল মুজাদ্দেদী ছাহেব  এর নি‌র্দে‌শে, হত দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরন।
জাকের পার্টি মহিলা ফ্রন্ট কুমিল্লা মহানগরের সম্মানিতো সভানেত্রী মিসেস শারমিন মহসিনা আন্টির সর্বাত্বক সহযোগিতায় ও জাকের পার্টি ছাত্র ফ্রন্ট  কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগরের  উদ্যোগ এ ইফতার বিতরনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিন জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি,  জনাব ইমতিয়াজ হোসাইন মাদানী সনেট ভাই।
উপস্থিত ছিলেন,  কুমিল্লা দক্ষিন জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক,  জনাব তোফায়েল  হোসেন বিল্পবী।
উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের যুগ্ন-সাধারন সম্পাদক,  জনাব মোঃ রিফাত উল্লাহ নিপু ও উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিন জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের যুগ্ন-সাংগঠনিক সম্পাদক,  জনাব মোঃ রমজানুল করিম, ও কুমিল্লা মহানগর জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি,  জনাব মোঃ আরিফুর রহমান আরিফ ভাই ও মহানগর ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান ও কোতোয়ালি থানা ছাত্রফ্রন্টের সভাপতি, জনাব ইমতিয়াজ হোসাইন হৃদয় ও আরো উপস্হিত ছিলেন, মোঃ নাছির উদ্দিন সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
SHARE

Author: verified_user