2020/04/10

পবিত্র শবে বরাত

SHARE
পবিত্র শবে বরাত

জাকের পার্টির উদ্যোগে দেশব্যাপী ঘরে ঘরে অনুষ্ঠানমালা

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে আজ বৃহস্পতিবার
দেশব্যাপী জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের নেতা কর্মী ও সমর্থকগন নিজ নিজ ঘরে পবিত্র শবে বরাত উদযাপন করবেন।

বিশ্ব ওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের মহান আধ্যাত্মিক উত্তরাধিকার ও জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল চলমান করোণা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ কর্মসূচির কারণেই দলীয় নেতা কর্মী ও সমর্থকদের বিশ্ব ওলীর বেছালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফ ও শেরপুরে বিশ্ব ওলীর আবির্ভাব মঞ্জিল, পাকুরিয়া দরবার শরীফে সমবেত না হয়ে সকলকে ঘরে ঘরে শবে বরাত উদযাপনের নির্দেশ দেন। একই সাথে তিনি সকলকে লক ডাউন ও সামাজিক দুরত্ববিধি সহ করোনারোধি সকল নিয়ম কানুন মেনে চলার আহ্বান জানান।

নির্দেশনা অনুযায়ী মাগরিবের নামাজ আদায় করার পরে ২ রাকায়াত করে ৬ রাকায়াত নফল নামাজ ও বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে ঘরে ঘরে শুরু হবে মহিমান্বিত রজনী উদযাপনের অনুষ্ঠান। বরাতের রজনীতে ঘরে ঘরে মুনাজাতে চলমান করোনা ভাইরাস সংকট থেকে দেশ ও জাতির সুরক্ষা তদুপরি সকল দূর্যোগ থেকে দেশ ও জাতির মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হবে।

রাতভর এবাদত বন্দেগিতে জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী গন ওয়াক্তিয়া নামাযের সাথে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, মোরাকাবা মোশাহেদা ও জেকের আসকার, দরুদ শরীফ, পাক কালাম ফাতেহা শরীফ, রাত ৩ টা থেকে ফজরের আযানের পূর্ব মুহূর্ত পর্যন্ত পরম করুনাময় আল্লাহ তা' আলার দরবারে" ইয়া আল্লাহু, ইয়া রাহমানু, ইয়া রাহীম" এবং সকল সৃষ্টির মূল রাসুলে পাক (সাঃ) এর শানে "ইয়া রাহমাতাল্লীল আলামীন" স্মরণে রোনাজারীতে মগ্ন থাকবেন। বাদ ফযর বিশ্ব ওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ যিয়ারতের মধ্য দিয়ে সম্পন্ন হবে শবে বরাত উদযাপনের অনুষ্ঠানমালা।   

জাকের পার্টির বৈদেশিক শাখাসমূহও পবিত্র শবে বরাতে অভিন্ন কর্মসূচি পালন করছে।


SHARE

Author: verified_user