2020/04/20

জাকের পার্টি যুবফ্রন্ট গৌরীপুর উপজেলায় ডৌহাখোলা বাজারে জনসচেতনতা এবং জীবানু নাসক স্প্রে কার্যক্রম করে হয়

SHARE
জাকের পার্টি যুবফ্রন্ট ময়মনসিংহ জেলা কতৃক, করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম চলছে।মানুষকে সচেতন করা, নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া, বিভিন্ন বাজার,রাস্তা, মসজিদ এবং বিভিন্ন জনসমাগমের জায়গা সমূহে জীবানু নাসক স্প্রে করা।আজও গৌরীপুর উপজেলায় ডৌহাখোলা বাজারে জনসচেতনতা এবং জীবানু নাসক স্প্রে কার্যক্রম করে।সমাজের সকল মানুষের কাছে আমাদের আকুল আবেদন আপনারাও আপনাদের সামর্থ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে মনুষের পাশে দারান।
SHARE

Author: verified_user