2020/04/27

আজ ২৭ শে এপ্রিল। ১৯০৯ সালের এই দিনেই সিংহাসনচ্যুত হন উসমানী বংশের শেষ আলোক মশাল

SHARE
আজ ২৭ শে এপ্রিল।
১৯০৯ সালের এই দিনেই সিংহাসনচ্যুত হন উসমানী বংশের শেষ আলোক মশাল, ইসলামী খিলাফতের সর্বশেষ দিকপাল সুলতান দ্বিতীয় আবদুল হামিদ খান।

যেসকল পাশাগণ তাকে সিংহাসনচ্যুত করতে কাজ করেছিল, পরবর্তীতে তাদের অনেকেই উসমানী সাম্রাজ্যের পতন দেখে এই বিষয়ে আফসোস করেছিল যে, তারা সুলতান দ্বিতীয় আবদুল হামিদকে সিংহাসনচ্যুত করে কত বড় ভূল করেছে।

ক্ষমতাচ্যুত হওয়ার পর সুলতান দ্বিতীয় আবদুল হামিদ প্রথমে সেলানিকে নির্বাসিত হন। কয়েকমাস পর সেখান থেকে তাকে ইস্তাম্বুলে নিয়ে এসে বেলাবেয়ি প্রাসাদে গৃহবন্দী করা হয়। এ প্রাসাদেই তিনি তার জীবনের বাকী ৯টি বছর অতিবাহিত করেন এবং ১৯১৮ এর ১০ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন।

আল্লাহর অসংখ্য রহমত তার উপর বর্ষিত হোক।
SHARE

Author: verified_user