জাকের পার্টি একমাত্র রাজনৈতিক দল একটা প্রগতিশীল দল।এটা আমরা গর্বের সাথে বলতে পারি এবং আমরা বিশ্বাস করি ইসলাম পরিপূর্ণ ভাবে সেকুলার।
এবং সবচেয়ে বড় উদাহরন মদিনা চুক্তি। নবী করিম (সাঃ) যে মদিনা চুক্তি আমাদের দিয়ে গেছেন,এর চেয়ে বড় উদাহরন তো আর কোথাও নাই।
এবং অবশ্যই ইসলাম প্রগতিশীল এবং অবশ্যই ইসলাম ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে।
আমরা চাই,একটি কল্যান রাষ্ট্র আমরা চাই,সাম্য কায়েম হবে।
বাংগালী জাতি কি ধরনের রাষ্ট চায়?আমরা যদি ব্যার্থ রাষ্ট্রের দিকে হেটে যেতে চাই তাহলে উগ্রডান এখানে ফয়দা নিবে।
যেহেতু, আমরা উগ্রডানকে বাংলার জমিনে,রাজনীতির ময়দানে আমরা ফায়দা দিতে চাই না,
তার জন্য মনে রাখতে হবে যে,জাকের পার্টির পক্ষে একদিন না একদিন অবশ্যই ম্যান্ডেট দিতে হবে।
ড.সায়েম আমীর ফয়সল
সিনিয়র ভাইস-চেয়ারম্যান
জাকের পার্টি
অধ্যাপক
অর্থনীতি বিভাগ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
সিইও,সিপিএইচডি গ্রুপ অব কোম্পানিজ।
2020/04/25
SHARE
Author: Zaker party shibchar upazila verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments
