2020/04/25

পবিত্র মাহে রমজানে শেরপুর সদর থানার পৌরসভা ও ৮নং লছমনপুর ইউনিয়নের ত্রাণ সামগ্রী বিতরন

SHARE

পবিত্র মাহে রমজানে শেরপুর জেলা ছাত্রফ্রন্ট ও যুবফ্রন্টের প্রণোদনা।

শেরপুর সদর থানার পৌরসভা ও ৮নং লছমনপুর ইউনিয়নের নিম্নবিত্ত,গরীব-দুঃখী, দিনমজুর ও অসহায় ও গৃহবন্দি পরিবারের  মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ।

জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে এই প্রণোদনা বিতরণের অনুপ্রেরণা যোগিয়েছেন জেলা ছাত্রফ্রন্টের সভাপতি শামীম আহমেদ।

তদীয় নির্দেশে জেলা যুবফ্রন্টের সভাপতি হযরত আলীর পরিচালনায় এবং(মহসিন আলী সাঃসম্পাদক,যুবফ্রন্ট) (সাইফুল ইসলাম সামি সহ-সভাপতি ছাত্রফ্রন্ট)(মাহদী হাসান সিয়াম সাংগঠনিক সম্পাদক ছাত্রফ্রন্ট)ও পার্টির অন্যান্য সদস্যের সার্বিক সহযোগিতায় নিম্ন আয়ের সাধারণ মানুষের ঘরে ঘরে শতাদিক পরিবারে মাত্র কয়েক দিনের নিত্য- প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।
SHARE

Author: verified_user