2020/04/19

জাকের পার্টি ৭নং চাঁদনী ঘাট ইউনিয়নের উদ্দ্যোগে, ৩৫০ ত্রাণ বিতরণ

SHARE

জাকের পার্টি ৭নং চাঁদনী ঘাট ইউনিয়নের উদ্দ্যোগে, ৩৫০ অসহায় দারিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ  করেন ,উপস্থিত ছিলেন, মৌলভী বাজার জেলা জাকেরপার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক, জনাব মোঃসেলিম আহমদ
 ও মোঃফয়ছল আহমদ মহসিন জাকেরপার্টি ছাত্রফ্রন্টের  সাধারণ সম্পাদক ও জাকেরপার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সদস্য
এবং
জাকেরপার্টি যুব সেচ্ছা সেবক ফ্রন্টের সহ সভাপতি মোঃসুমন আহমদ মৌলভীবাজার জেলা।
মোঃমাছুম আহমদ সাধারণ সম্পাদক জাকেরপার্টি ছাত্রফ্রন্ট মৌলভী বাজার জেলা,
মোঃরাকিব আহমদ
জাকেরপার্টি ছাত্রফ্রন্ট সদস্য মৌলভীবাজার জেলা।
মোঃজসিম মিয়া  সাধারণ সম্পাদক ৭নং চাঁদনী ঘাট ইউনিয়ন জাকেরপার্টি।
আয়োজনেঃ
জাকের পার্টি মৌলভী বাজার সদর থানা কমিটি ।
SHARE

Author: verified_user