পবিত্র শবে মেরাজ
করোনা পরিস্থিতির কারণে জাকের পার্টির উদ্যোগে দেশব্যাপী ঘরে ঘরে অনুষ্ঠানমালা
যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে আজ রবিবার দেশব্যাপী জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের নেতা কর্মী ও সমর্থকরা ঘরে ঘরে পবিত্র শবে মেরাজ উদযাপন করছেন।
বিশ্ব ওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের মহান আধ্যাত্মিক উত্তরাধিকার ও জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল চলমান করোণা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ কর্মসূচির কারণেই বিশ্ব ওলীর বেছালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফ ও শেরপুরে বিশ্ব ওলীর আবির্ভাব মঞ্জিল, পাকুরিয়া দরবার শরীফে সমবেত না হয়ে সকলকে ঘরে ঘরে মেরাজ উদযাপনের নির্দেশ দেন।
নির্দেশনা অনুযায়ী মাগরিবের নামাজ আদায় করার পরে ২ রাকায়াত করে ৬ রাকায়াত নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় মহিমান্বিত রজনী উদযাপনের অনুষ্ঠান। ঘরে ঘরে মুনাজাতে চলমান করোনা ভাইরাসের আক্রমণসহ সকল দূর্যোগ থেকে দেশ ও জাতির মুক্তি কামনা করে বিশেষ দু'য়া করা হয়।
রাতভর এবাদত বন্দেগিতে জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী গন ওয়াক্তিয়া নামাযের সাথে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, মোরাকাবা মোশাহেদা ও জেকের-আসকার, দরুদ শরীফ, পাক কালাম ফাতেহা শরীফ, রাত ৩ টা থেকে ফজরের আযানের পূর্ব মুহূর্ত পর্যন্ত পরম করুনাময় আল্লাহ তাআলার দরবারে" ইয়া আল্লাহু, ইয়া রাহমানু, ইয়া রাহীম" এবং সকল সৃষ্টির মূল রাসুলে পাক (সাঃ) এর স্মরণে "ইয়া রাহমাতাল্লীল আলামীন'' স্মরণে রোনাজারী এবং সবশেষে বিশ্ব ওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ যিয়ারতের মধ্য দিয়ে সম্পন্ন হবে রাতব্যাপী মিরাজ উদযাপনের অনুষ্ঠানমালা।
2020/03/22
SHARE
Author: Zaker party shibchar upazila verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments
