2019/07/15

আমাদের আদর্শ, উদ্দেশ্য ও কর্মধারা হচ্ছে সৃষ্টি, সৃষ্টি এবং সৃষ্টি - ড. সায়েম আমীর ফয়সল

SHARE

আমাদের আদর্শ, উদ্দেশ্য ও কর্মধারা হচ্ছে সৃষ্টি, সৃষ্টি এবং সৃষ্টি - ড. সায়েম আমীর ফয়সল

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেছেন, আমরা রাজনীতিতে সংস্কার আনবো। রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন সাধন করবো। আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা হবে সৃষ্টির জন্য। ধ্বংসের জন্য নয়। আমাদের আদর্শ, উদ্দেশ্য ও কর্মধারা হচ্ছে সৃষ্টি, সৃষ্টি এবং সৃষ্টি। কখনও ধ্বংস নয়। আমাদের সময় আসবে। শুধু একটু ধৈর্য্য ধরতে হবে।

আজ রবিবার বিকেলে এক বিশেষ মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। জাকের পার্টির বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় ঢাকা বিভাগীয় জাকের পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই ড. সায়েম আমীর ফয়সল সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এ সময় তিনি বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের সান্নিধ্যে হুসেইন মুহম্মদ এরশাদের  নানা স্মৃতি আলোকপাত করেন। জাকের পার্টি চেয়ারম্যানের সাথে স্মৃতিও উল্লেখ করেন। 

নেতৃবৃন্দের সাথে আলোচনাকালে  ড. সায়েম আমীর ফয়সল বলেন, আমরা এখন হিযরতে আছি। ইনশাল্লাহ মক্কা বিজয় হবেই। এ নিয়ে কোন সন্দেহ নেই।

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, ক্ষুদ্র একটি ডেঙ্গু মশা এত বড় শরীরের এক জন মানুষকে শেষ করে দেয়। কাজেই আকার কোন বিষয় নয়। বিষয় হচ্ছে কার্যকারিতা, কার্যক্ষমতা।

ড. সায়েম আমীর ফয়সল জাকের পার্টিতে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের আদর্শ আলোকপাত করে বলেন, আমরা একটি পরিবার। আপনারা আমার পরিবার। এটা বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের অপূর্ব দান। কেননা বিশ্বে এখন রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মডেলের ক্ষেত্রে আগের ধ্যান ধারণা কার্যকর হচ্ছে না। একটি কালেক্টটিভ মডেল এখন বেশি কার্যকরী। জাকের পার্টি কালেক্টিভ মডেল নিয়ে এগিয়ে যাচ্ছে। আর তৃণমূলে কালেক্টিভ মডেল বাস্তবায়নের অন্যতম সহায়ক হবে সিপিএইচডি।

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, এক ছাতার নিচে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেব যে কল্যাণ রাষ্ট্রের কথা বলে গেছেন, তা আমরা বাস্তবায়ন করবোই ইনশাল্লাহ। সব সময় মনে রাখবেন, আমাদের সাথে আছেন যামানার মহা ইমাম। জাকের পার্টি আবেগ ও প্রায়োগিক - দুই ধারাকে একত্রে সমন্বয় করে রাজনীতি করছে। এই জাকের পার্টিকে আপনারা ছেড়ে যাবেন না।

ড. সায়েম আমীর ফয়সল ভাগ্য বিড়ম্বিত মানুষের ভাগ্যের উন্নয়নে জাকের পার্টির কর্মসূচি বাস্তবায়নে সিপিএইচডি’র কর্মকৌশল সবিস্তারে আলোকপাত করেন। বিশ্ব এখন অর্থমুখী হয়ে গেছে। বাংলাদেশ পুঁজিবাদী দেশ। আর ব্যক্তি ও সামাজিক জীবনে যে অশান্তি, বিশৃঙ্খলা, ধর্ষণ, সন্ত্রাস ও হত্যাকান্ডের ভয়াবহতা, তা প্রকৃত ইসলাম ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয়। এক্ষেত্রে সূফী সাধকগণের প্রদর্শিত পথ অনুসরণ করতে হবে।

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, আজ শ্রমবাজারে আশঙ্কাজনক পরিস্থিতি। ৪ কোটি মানুষ বেকার। এই বেকারত্বের অবসান হওয়া জরুরী।

ড. সায়েম আমীর ফয়সল সকলকে সতর্ক করে বলেন, এ যুগের মোশতাক, মীর জাফররূপী বেঈমান মুনাফেক থেকে সতর্ক থাকতে হবে। এক ছাতার নিচে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে প্রতিপক্ষ লাভবান হবে। বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের পবিত্র যে নির্দেশ, শেষ রক্তবিন্দু দিয়ে জাকের পার্টির অগ্রগতির জন্য খেদমত করে যাওয়া - তা আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তিনি আরো বলেন, জাকের পার্টির চেয়ারম্যানকে ঠকিয়ে, তার সাথে বেঈমানী করে কেউ কোনদিন সফল হতে পারবে না।
SHARE

Author: verified_user